আলীরটেকে জাকির হোসেনের গণসংযোগে মা বোনেরা কান্নায় ভেঙ্গে পড়েন

প্রেসবাংলা ২৪. কম:  নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন নৌকা প্রতীকের গণসংযোগ করতে গিয়ে এলাকার মা বোনদের ভাল বাসায় শিক্ত হলেন। জাকির হোসেনকে কাছে পেয়ে বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ মহিলারা। তাদের চোখে জ্বল চলে আসে। আলীরটেকের উন্নয়নের রূপকার ও গরীবের বন্ধু জাকির হোসেন কেন ৫ বছর চেয়ারম্যান না হয়ে জনগনের কাছ থেকে সরে গিয়েছিলেন। হারানো ৫ বছর কিভাবে পূরণ করবে মহিলারা জাকির হোসেনের কাছে জানতে চায়। মহিলাদের চোখের জ্বল দেখে জাকির হোসেনের চোখেও জ্বল চলে আসে। আবেগ আব্লুত হয়ে জাকির হোসেন মা বোনদের আশ্বস্ত করেন তাদেরকে ছেড়ে আর কোথায়ও চলে যাবেন না।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে আলীরটেক ৩ ও ৪ নং ওয়ার্ডে নৌকা প্রতীকে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন।

এদিকে জাকির হোসেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য এবং যুব সমাজদের নিয়ে গণসংযোগে বের হলে প্রতিটি পাড়া মহল্লায় নৌকার শ্লোগানে শ্লোগানে এলাকায় নির্বাচনের উল্লাসে পরিনত হয়। জাকির হোসেন জনগনের কাছে কতটুকু জনপ্রিয় গনসংযোগে উপস্থিতি লোক দেখে তা প্রমান করেন। সবার মুখে একটাই কথা জাকির হোসেন আলীরটেকের সম্মান, জাকির হোসেন মানে আলীরটেকের উন্নয়ন। আর জাকির হোসেন মানে গরীব মানুষের অভিভাবক।

এলাকাবাসী বলেন, জাকির হোসেন চেয়ারম্যান হওয়ার পর ৫ বছরে মুক্তারকান্দি, ডিগ্রিরচর, আলীরটেক, গোগনগর, কুড়েরপাড়, ক্রোকেরচর ও গঞ্জকুমারীয়া এলাকার রাস্তাঘাটের যে উন্নয়ন করেছে তা ইতিহাস বিরল। বিগত ২০ বছরে আলীরটেকে কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাটে কোন পরিবর্তন ঘটেনি। এই অঞ্চলের মানুষ রাস্তা দিয়ে পায়ে হেটে চলাচল করতে কষ্ট হতো। জাকির হোসেন চেয়ারম্যান হওয়ার আলীরটেককে উপ-শহরে পরিনত করে তুলেছেন। এবারও বিপুল ভোটে নির্বাচিত করে আরেকটা ইতিহাস সৃষ্টি করতে চায় আলীরটেকবাসী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com