মোরগ মার্কায় ভোট চাইলেন রওশন আলী

প্রেসবাংলা ২৪.কমআলীরটেক ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের মেম্বার প্রাথী রওশন আলী মোরগ প্রতীক পেয়ে এবার নির্বাচন করবেন। বুধবার (২৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় রওশন আলীকে মোরগ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

২বারের সাবেক মেম্বার রওশন আলী বলেন, আলীরটেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে। বিগত ২বার আমি মেম্বার নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। আসন্ন নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত হয়ে সেই অগ্রযাত্রার ধারা চলমান রাখবো।

তিনি আরও বলেন, আলীরটেক একটি সুন্দর গ্রাম এবং ইউনিয়ন। ৪নং ওয়ার্ডে কোন মাদক সেবী বা ব্যবসায়ীর স্থান বিগত দিনে ছিলো না, ভবিষতেও থাকবে না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com