ফতুল্লায় যাত্রাবাহীবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রেসবাংলা ২৫. কম: মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কে ফতু্ল্লার কাশিপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শোয়াইব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় এঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের পিছনে বসা আরো একজন আহত হয়। তাৎক্ষনিক তার নাম জানাযায়নি।

নিহত শোয়াইব(২০) ফতুল্লার ইসদাইর(নানা বাড়ি) এলাকার আবু মঈনের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, একটি মোটর সাইকেলে দুজন যুবক নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই ১জন নিহত হয়েছে। মোটরসাইকেলের অন্য আরোহীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com