চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের সাথে আলীরটেক ইউনিয়ন ২নং ওয়ার্ডবাসীর মতবিনিময়
প্রেসবাংলা ২৪. কম: আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা করেতোকে পূর্ন সমর্থন জানিয়েছে আলীরটেক ইউনিয়ন ২নং ওয়ার্ডবাসী।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধায় আলীরটেকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সাথে এ মতবিনিময় সভা করেন জাকির হোসেন।
নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক এস এম সালেহ আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শাহিন, সদর থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ওমর ফারুক,
সিঙ্গাপুর আওয়ামী লীগ শাখার সভাপতি সালাউদ্দিন রানা, আলীরটেক ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান বেপারী, আলীরটেক ইউনিয়ন ২নং ওয়ার্ড বেপারী বাড়ির সদস্য আলম বেপারি, আলহাজ্ব ইয়াসীন বেপারি, মোক্তার হোসেন, হৃদয় বেপারি, শহিদুল ইসলাম, মোঃ জহির বেপারি, আলহাজ্ব মতিউর রহমান বেপারি সহ ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন আলীরটেক ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে কারো হুমকি ধমকীতে ভয় না পেয়ে নির্বাচনের দিন সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে চেয়ারম্যান পদে আলহাজ্ব জাকির হোসেনকে বিপুল ভোটে জয়ী করতে ২নং ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান।