শাহীন রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো: শাহীন রাজু।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে রির্টানিং অফিসার ডা: মো. আতাউর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক নোটে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সময়ে শাহীন রাজু ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
গত ১৭ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত আলীরটেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন শাহীন রাজুর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবার ঘোষনা দেন রিটার্নিং অফিসার।
এ সময় সৃষ্টিকর্তার নিকট শুক্রিয়া জ্ঞাপন করে শাহীন রাজু বলেন, এলাকাবাসী আমাকে পূর্ন সর্মথন দিয়ে এলাকার উন্নয়নে করার সুযোগ দিয়েছেন। আমি সাধারণ মানুষের সেবক হয়ে চলতে চাই।