যারা সহিংসতা করে তারা জঙ্গি : মেয়র আইভী

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ একটি অসাম্প্রদায়িত চেতনায় বিশ্বাসী জেলা। এ জেলার মানুষরা কখনই সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। অথচ এই নারায়ণগঞ্জে যারা সম্প্রীতির কথা বলে জাতীয় স্বার্থকে বাদ দিয়ে ব্যক্তি আইভীকে নিয়ে রাজনীতি করেন তাদেরকে ধিক্কার জানাই। যারা সহিংসতা করে তারা জঙ্গি। জঙ্গির কোনো ধর্ম থাকতে পারে না। সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এই এসব কথা বলেন।

মেয়র আইভী আরও বলেন, আওয়ামী লীগ অন্যের ধর্মের প্রতি সহনশীল থাকার শিক্ষা দিয়েছে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কখনও সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে বাংলাদেশ বিনির্মাণ করছেন। সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন পদ্ধতি বেছে নিয়ে দুষ্কৃতিকারীরা। এদের শাস্তির আওতায় আনতে হবে। একজন বিবেকবান মানুষ কখনই অন্য ধর্মের উপর আঘাত হানতে পারে না।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সহ-সভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com