সাজনুর নেতৃত্বে ঢাকায় নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ

প্রেসবাংলা ২৪.কম: সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালনে অংশগ্রহন করেছেন নারায়ণগঞ্জের দলীয় নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নির্দেশে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনুর নেতৃত্বে রাজধানীতে সমাবেশ ও র‌্যালি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অংশ নেন নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি র‌্যালি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু’র নেতৃত্বে নারায়ণগঞ্জ নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছা সেবক লীগ জুয়েল হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, আহম্মেদ কাউসার প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com