নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের বের করেছে জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি। বুধবার (২০ অক্টোবর) র্যালিটি চাষাঢ়া ও মেট্রো সিনেমা হল হয়ে কালিরবাজার ও টানবাজার হয়ে নিতাইগঞ্জে এসে শেষ হয়।
এ সময় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি জশনে জুলুসে অংশ নেন। পরে নগর ভবনের সামনের সড়কে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন জেলা কমিটির সভাপতি জামাল উদ্দিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
উপস্থিত ছিলেন- জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, সদস্য ইমরান খন্দকার, সহ-সভাপতি আব্দুর রহমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থবিষয়ক সম্পাদক আমানতউল্লাহ প্রমুখ।