নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা ২৪.কম: নড়াইলে আজহারুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। আজহারুল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দিগং বিশ্বাসপাড়ার খোরশেদ আলি বিশ্বাসের ছেলে। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর দুপুরে মাদকবিরোধী অভিযানের সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারের ব্রিজের ওপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আজহারুলকে আটক করে পুলিশ। নয়জনের সাক্ষ্য প্রমাণ শেষে আজহারুলকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। এছাড়া জব্দকৃত ফেনসিডিলগুলো ধ্বংস করার নির্দেশ দেয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com