ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা
প্রেসবাংলা ২৪.কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা। বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা। উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কাছে মনোনয়ন জমা দেন তারা।
গোগনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সম্রাট সরদার, ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রার্থী মোসা: লিপি আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রার্থী নাজমা বেগম খোদেজা।
এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুল বাতেন তালুকদার, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মীর জাকারিয়া জাকির, ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রার্থী আসমা আহমেদ রিতা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রার্থী জেসমিন আক্তার রুমা।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জাহাঙ্গীর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রার্থী আরজুদা বেগম খুকী। এ দিন ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রাকিবুল ইসলাম রাকিব মনোনয়ন পত্র ক্রয় করেন।