জেলা প্রশাসককে শারদীয় শুভেচ্ছা জানালেন জাগো হিন্দু পরিষদ
প্রেসবাংলা ২৪.কম: শারদীয় দূর্গাপূজায় জেলা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। সোমবার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকেও সকলকে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি কৃষ্ণ দাস কাজল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যকরী সদস্য প্রভাশীষ চক্রবর্তী বিল্টু, জাগো হিন্দু পরিষদ নারায়নগঞ্জ মহানগরের আহবায়ক উজ্জ্বল ঘোষ প্রমুখ।