অাজমেরী ওসমানের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া

প্রেসবাংলা ২৪. কম:  নারায়ণগঞ্জ-৫ অাসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব পারভীন ওসমান, অাজমেরী ওসমান ও তাদের পরিবারের সদস্যদের সুস্থতা কামনায়, নারায়ণগঞ্জ জেলা হোসিয়ারি ও লোকাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নগরীর বাস টার্মিনাল মসজিদে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাজী মেফতাহ উদ্দিন জসিম, মো. আবু তাহের, মোস্তফা ভান্ডারী, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সবুর হোসেন স্বপন, নারায়ন দাস, রানা, বিশাল , রফিক, শাওন, আক্তার হোসেন, মো. সায়িদ, আকরাম, মিঠু তাজ, মিঠু আহমেদ, মো. সোহেল ,অবয় , লাবলু, কমল রয়, কৃষ্ণা, পিয়াস প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com