১৮নং ওয়ার্ডে কর্মীসভা
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেছেন, অামার বন্ধু বাপ্পির হত্যাকারী যদি চক্ষুশূলের হয়ে থাকে, আপনিও সেই আসামিদের একজন। আপনি সেই দায় এড়াতে পারবেন না। আমি তার নাম বলতে চাই না, কারণ আমি তার নাম দিয়েছি মিথ্যার মহারানী। ওনি হচ্ছে নারায়ণগঞ্জে রাজনীতিবিদদের মিথ্যার মহারানী। তিনি কিছুদিন অাগে তিনি এখানে এসে এমন বক্তব্য দিয়েছিলেন।
বুধবার (৬ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় নাসিক মেয়র আইভীকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
তিনি অারও বলেন, মায়াকান্না করে, মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের কাছে ভোট চাওয়ার ষড়যন্ত্র করছেন। বাপ্পিকে কারো চক্ষুশুলের কারণে হত্যা করা হয়নি। ছাত্রলীগের আদর্শিক নেতা ছিলেন বাপ্পি। বাপ্পিকে হারিয়ে আওয়ামীলীগ ক্ষতিগ্রস্থ হয়েছে। শামীম ওসমানকে যারা হত্যার ষড়যন্ত্র করে নারায়ণগঞ্জের রাজনীতি নষ্ট করতে চেয়েছে, তারাই বাপ্পিকে হত্যা করেছে। আর ওই মহিলা তাদের সাথেই আতাত করে
তিনি আরও বলেন, করোনার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে কোন বরাদ্দ দেওয়া হয় নাই। প্রধানমন্ত্রীর বরাদ্দ কাউন্সিলরের মাধ্যমে এলাকায় এলাকায় বন্টন করেছেন। বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রী, কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর অথচ ব্যানারে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি থাকে না। ছবি থাকে মিথ্যার মহারানীর, যে নারায়ণগঞ্জে দশ বছর যাবৎ সিটি করপোরেশনের দায়িত্ব পালন করছেন।
তিনি অারও বলেন, যারা ত্বকী হত্যা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে, তাদের সাথে একই সুরে কথা বলে মিথ্যার মহারানী। শামীম ওসমান ডাক দিয়েছেন রাজকার ও বিএনপিদের বিরুদ্ধে, আপনার গায়ে লাগে কেন? যদি রাজকার, যুদ্ধাপরাধী, ষড়যন্ত্রকারী, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলি, আপনি কেন ফুঁসে উঠেন? এই জবাব নারায়ণগঞ্জের মানুষ চায়। এই জবাব আপনাকে দিতে হবে।
১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, যুবলীগ নেতা তান্না, ছাত্রলীগ নেতা অাহমেদ কায়ছার প্রমুখ।