ফতুল্লার চিহ্নিত চাঁদাবাজ আজিজুল গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: ফতুল্লার আলোচিত পরিবহন চাঁদাবাজ আজিজুল হক (৩১) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির ১ লাখ ৭ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বিকালে আলিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১’র লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আজিজুল হক দীর্ঘদিন যাবৎ ফতুল্লার আলীগঞ্জ এলাকায় অবৈধ টোকেন প্রদান করে অটোরিক্সা, টেম্পু, সিএনজি চালকদের নিকট হতে দৈনিক ৫০০ টাকা আদায় এবং এলাকা ভিত্তিক এজেন্ট নিয়োগ করে এলাকায় পরিবহন চালকদের নিকট থেকে অর্থ  আদায় করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com