৩ দশকের হতাশা ফতুল্লা ইউনিয়নবাসীর

প্রেসবাংলা ২৪.কম: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে  দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। যেখানে নারায়ণগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ফতুল্লা ইউনিয়নে। এখানে নির্বাচনের কোনো আমেজ নেই। নেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। দীর্ঘ ২৯ বছর ধরে নির্বাচন না হওয়ায় হতাশ ফতুল্লা ইউনিয়নবাসী। মামলা জটিলতার কারণে ২৯ বছর ধরে নারায়ণগঞ্জ সদর উপজেলার এ ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। সর্বশেষ ১৯৯২ সালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে অদ্যবধি নির্বাচন হচ্ছে না। এতে করে ইউনিয়নবাসী সকল ধরনের সুবিধাসহ নাগরিক অধিকার ভোটদান থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিয়নবাসী।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ ফতুল্লা ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়সহ নারায়ণগঞ্জ আদালত ও জেলা কারাগার রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এমনকি জেলা পরিষদ, এলজিডিআর ও উপজেলা পরিষদের কার্যালয়ও রয়েছে এই ইউনিয়নে।

খোজ নিয়ে জানা যায়, ওই নির্বাচনে জয়ী চেয়ারম্যান নূর হোসেন অনেক আগেই মারা গেছেন। মারা গেছেন ৫ জন সদস্যও (মেম্বার)। সংরক্ষিত আসনের একজন মহিলা সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন অনেক আগেই। লুৎফর রহমান স্বপন নামে একজন সদস্য দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এতদিন ধরে ‘ভারপ্রাপ্তের’ দায়িত্বে থাকায় তারও গা-ছাড়া ভাব বলে অভিযোগ স্থানীয়দের।

ইউনিয়নটি ৩.৬১ র্বগমাইল আয়তনের ১০টি মৌজায় ১১টি গ্রামে লোক সংখ্যা ১,১৭,৮৩৩ জন।  এতে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধুলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি নারায়ণগঞ্জ জেলায় কালের স্বাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ফতুল্লা ইউনিয়নে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, খেলার মাঠ, বৈদ্যুতিক পাওয়ার হাউস, সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তারপরও দীর্ঘ ২৯ বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত রয়েছে ইউনিয়নবাসী। বাকি ৭ জন সদস্যের মধ্যে চেয়ারম্যানসহ পুরুষ মেম্বার ৫ জন মৃত্যুবরণ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা বলেন, রাজনৈতিক কারণে ফতুল্লা ইউপি নির্বাচন আটকে রাখা হয়েছে। এদিকে শিল্পসমৃদ্ধ এই ইউনিয়ন নিয়ে সিটি করপোরেশন দীর্ঘদিন ধরে টানাটানি করছে। তবে স্থানীয়রা চাইছেন আলাদা পৌরসভা। দীর্ঘ ২৯ বছর ধরে নির্বাচন না হওয়ায় নানাভাবে বঞ্চিত এখানকার মানুষ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com