আ’লীগ অফিস হয়েছে আমার বেতনের টাকায় : আইভী
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ অাইভী বলেছেন, অামরা যেখানে বসে মিটিং করি এই অাওয়ামী লীগ অফিস হয়েছে অামার বেতনের টাকায়। নারায়ণগঞ্জে অনেক কোটিপতি ছিলো যাদের দুবাই, মালোশিয়াতে টাকা যায়, তারা অাগায় নাই। ১০ -১২ জন সহযোগীতা করেছিলো যাদের নামের লিষ্ট অামার কাছে অাছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগবির ২নং রেল গেইটস্থ দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে অালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি অারও বলেন, সামনে নির্বাচন অনেকে অনেক কথা বলে। বড়ই গাছেই মানুষ ঢিল দেয়, খালি গাছে না। ঢিল দিতে থাকেন। ২৭টি ওয়ার্ডের মানুষ জানে অাইভী কি করেছে। নারায়ণগঞ্জের মডেল মসজিদ কালো হাতের কারনে হচ্ছে না। ৩টি মডেল বন্দর, সিদ্ধিরগঞ্জ, বন্দরে মসজিদ হচ্ছেনা। জুজোর ভয় দেখিয়ে মানুষকে বেশিদিন ভীতিকর পরিস্থিতি রাখা যাবে না
অাইভী অারও বলেন, বঙ্গবন্ধু পতাকা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীন দেশকে প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কর্নফুলি ট্যানেল, ৬৪ জেলার মধ্যে ৬১ জেলা অাজ শতভাগ বিদুৎ রয়েছে।
সভাপতির বক্তব্যে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক অালী অাহম্মদ রেজা উজ্জল বলেন, অামরা ভাইয়ের লীগ করিনা, বোনের লীগ করিনা। অামরা বঙ্গবন্ধুর লীগ করি। সু:সময় যেমন নেত্রীর পাশে অাছি। দুঃসময়ে ছিলাম। মহানগর যুবলীগের নেতাকর্মীরা সব সময় রাজপথে ছিলো, এখনো অাছ, ভবিষতেও থাকবো।
এ সময়ে অারও উপস্থিত ছিলেন বাংলাদেশ অাওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এডভোকেট অানিসুর রহমান দিপু, জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি অাব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর অালম প্রমুখ।