আইভীর জন্য ভোট চাইবো না, মাফ চাই: খোকন সাহা

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জন্য আর কখনই ভোট চাইবেন না বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা। তিনি বলেছেন, গত সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে এসে আইভীর জন্য আপনাদের কাছে এসে ভোট চেয়েছিলাম। আপনারও আমাদের কথা রেখেছেন। তাকে জয়যুক্ত করেছেন। ভেবেছিলাম মেয়র উন্নয়ন করবে। কিন্তু কি করেছে আপনারাই দেখেন। আইভীর জন্য আর ভোট চাইবো না। মাফ চাই।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আয়োজনে কর্মীসভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন সাহা আরও বলেন, শুনলাম মশার জন্য কোটি টাকার ওসুধ ও সরঞ্জাম এনেছেন। সেগুলা কোথায়? হজম হয়ে গেছে। তিনি আমাদের উপহার দিয়েছেন ময়লার স্তুপ। চাষাড়া থেকে মন্ডলপাড়া পুল পর্যন্ত ময়লা আর্বজনার স্তুপ হয়ে থাকে। সকাল ৯টায় গেলে দেখা যায় শহর এই ময়লার কারনে জ্যামে জর্জরিত। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। বড় ড্রেনের বদলে ছোট ড্রেন নির্মান করেছেন, অল্প বৃস্টিতে জলাবদ্ধতায় মানুষের বাড়িঘর পানিতে ডুবে যায়। এই তার উন্নয়নের নমুনা, তাই মাফ চাইলাম।

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com