আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুর্কুনী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহতে করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহতদের পক্ষ থেকে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানান,  ওই গ্রামের ইঞ্জিনিয়ার সিব্বির আহাম্মেদ তার নিজ বাড়ীতে বাউন্ডারী বেড়া নির্মাণ করার সময় প্রতিপক্ষের আক্তার হোসেন, আনার হোসেন, কাউসার গং ধারালো দা ছুরি লাঠি সোটায় সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে বাউন্ডারী দেয়াল টি ভেঙ্গে ফেলে।

এতে বাধা দিলে প্রতিপক্ষের হামলায় ইঞ্জিনিয়ার সিব্বির আহমেদ (৩৫), তার ভাই ইয়াহিয়া (৩২) ইয়াহিয়ার স্ত্রী সীমা আক্তার (২২) গুরুতর আহত করে। তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। সিব্বিরের অবস্থা গুরুতর তাকে ঢাকায় রেফার করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com