মাওলা আলী (রা:) সিটি জামে মসজিদ এর ৪ টন রড চুরি

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অর্থয়ানে নির্মিত হযরত মাওলা আলী (রা:) সিটি জামে মসজিদ এর প্রায় ৪ টন রড চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মসজিদ নির্মানের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল-মিজান কনষ্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্স ঠিকাদার মিজানুর রহমান ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

গত ১০ সেপ্টেম্বর নগরীর ইসদাইরস্থ পৌড় ওসমানী স্টেডিয়ামের সাথে নির্মিত সেই মসজিদের এই রড চুরির ঘটনা ঘটে। জানা যায় রাত প্রায় ৩ টায় ১০/১৫ জন লোক এসে দারোয়ান ফজল মিয়াকে বেধেঁ রেখে, ট্রাক যোগে মজুদকৃত ৩৯ বান্ডেল প্রায় ৪ টন রড নিয়ে যায়।

 

এ বিষয়ে মেসার্স আল-মিজান কনষ্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্স এর পক্ষ থেকে মিজানুর রহমান ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঠিকাদার মিজানুর রহমান জানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপরাধীদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করার চেষ্টা করছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com