আড়াইহাজারে জাম্বুরা পাড়তে গিয়ে পোশাকশ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে আহত

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাম্বুরা পাড়তে গিয়ে জহিরুল ইসলাম (৪০) নামের এক পোশাকশ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন। তার শরীরের ৭৫ ভাগ পুড়ে গেছে। জহিরুল ইসলাম ফকির ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় কর্মরত ও নারান্দী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জহিরুল ইসলাম তার বাসার ছাদে উঠে গাছ থেকে জাম্বুরা পাড়ছিলেন। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে তার শরীরের স্পর্শ লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে তাকে আড়াইহাজার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন।

 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বলেন, বিদ্যুতের আগুনে জহিরুল ইসলামের শরীরের ৭৫ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com