সোনারগাঁ উপ-নির্বাচন, নৌকা পেলেন এড. সামসুল ইসলাম

প্রেসবাংলা ২৪.কম: সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রবীণ নেতা ও সাংবাদিক সামসুল ইসলাম ভুঁইয়া। সামসুল ইসলাম ভুইয়া সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক। দীর্ঘদিন আইন পেশা ও সাংবাদিকতার সাথেও জড়িত।

 

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপ-নির্বাচনে আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলো। তারা হলেন প্রয়াত সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন এর ভাই মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাছুম, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন।

 

গত ২২ জুলাই ঢাকার একটি হাসপাতালে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ইন্তেকালে উপজেলা চেয়ারম্যানের পদ শুন্য হয়। আগামী ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com