বাসা ভাড়া দেখতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ

প্রেসবাংলা ২৪.কম:  নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা ভাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক ‍গৃহবধূ (৩৫)। এ ঘটনায় ধর্ষনের শিকার ঐ ভুক্তভোগী নারী ধর্ষক মহসিন (২৬) এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন

 

জানা যায়, পরিবার নিয়ে থাকার জন্য নারীর কাছে একটি ফ্ল্যাটের সন্ধান চায় মহসিন। এতে ওই নারী মহসিনকে বলেন, আমার ফ্ল্যাটটি অনেক বড়, ইচ্ছে করলে সাবলেট থাকতে পারেন। নারীর এ প্রস্তাবে রাজি হয়ে ফ্ল্যাট দেখতে যায় মহসিন। ফ্ল্যাট দেখা শেষে হাত-মুখ বেঁধে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় মহসিন। অভিযুক্ত  মহসিন পটুয়াখালী জেলার দক্ষিন চন্দ্রখালীর গোবখালী গ্রামের মৃত.ফজল হকের পুত্র ও ৩২ নাম্বার ধানমন্ডি স্কয়ার হাসপাতালের ফুড সার্ভার।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, গত ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই নারী তার আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব করেছেন। তাই ৩ দিন পর অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করেছি।পলাতক মহসিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com