দেওভোগে যুবকের আত্মহত্যা

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাতুল হোসেন (২২) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে ফতুল্লার দেওভোগ মাদরাসা পশ্চিম নগর (লালা ফকিরের মাজার সংলগ্ন) চাঁন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত রাতুল হোসেন নরসিংদীর বেলাব থানার লালদিবাড়ির মরিচাকান্দির মো. আসাদুজ্জামানের ছেলে। পুলিশ সন্ধ্যায় মরদেহ  ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

 

পুলিশ জানায়, গত ১১ মাস আগে প্রেম করে সুমা আক্তারকে বিয়ের পর বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল রাতুল হোসেন । রাতুল দিনমজুরের এবং সুমা আক্তার স্থানীয় একটি হোসিয়ারীতে কাজ করতো। মঙ্গলবার সকাল ৯টার দিকে সুমা বাসায় রাতুলকে রেখে কর্মস্থলে যায়। এরপর দুপুর আড়াইটায় খাবারের জন্য বাসায়  এলে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় দরজার খুলে দেখে রশিতে ফাঁস লাগানো রাতুলের ঝুলন্ত লাশ। পরে পুলিশকে খবর দেয়া হয়।

 

ফতুল্লা মডেল থানার এসআই সারোয়ার বলেন, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে হতাশ থেকেই রাতুল আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com