প্রতারনা মামলায় ইয়াকুব গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন উত্তর রূপসী এলাকা হতে প্রতারনার মামলার ওয়ারেন্টভূক্ত পলাতাক আসামী ইয়াকুব ভূঁইয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

র‌্যাব-১১ কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ইয়াকুব রূপগঞ্জের উত্তর রূপসীর মৃত নোয়াব ভূইয়ার ছেলে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গ্রেফতারকৃত আসামী ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় ঋণ নিয়ে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদার তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সে সময়ক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভূক্তভোগী পাওনাদার বাদী হয়ে ইয়াকুব ভূঁইয়া (৩৫) এর বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করেন।

 

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com