নিখোঁজের পরদিন ভেসে উঠলো যুবকের লাশ

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শেখ পারভেজ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার হরিহরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া শেখ পারভেজ মিয়া উপজেলার মুছারচর গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে।

 

মারা যাওয়া যুবকের স্বজনরা জানায়,  সোমবার বিকেলে সাদা পোশাকে পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পড়ে। তাদের দেখে ভয়ে শেখ পারভেজও নদে লাফিয়ে পড়ে নিখোঁজ হন। মঙ্গলবার দুপুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com