চালক পেশার ছদ্মবেশে মাদক পাচার, গ্রেফতার ১

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জে সোনারগাঁ এলাকায় ১৯ হাজার ৩৩০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। বুধবার (১৮ আগস্ট) রাতে ইয়াবা পাচারকালে মো. কবির হোসেন (৩২) মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯ হাজার ৩৩০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কবির হোসেনকে আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত ওই মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, মাদক ব্যবসায়ী মো. কবির হোসেন দীর্ঘদিন যাবৎ মাইক্রোবাসের চালক পেশার ছদ্মবেশে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের মামলা করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com