প্রবীন আ’লীগ নেতা আফাজ উদ্দিনের দাফন সম্পন্ন
প্রেসবাংলা ২৪.কম: বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন ভুইঁয়ার নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ আগষ্ট ) দুপুর ২.৩০ টায় বক্তাবলী ফেরিঘাট এলাকায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ গোপাল নগর কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজপূর্বে শোক প্রকাশ করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন মেহেদী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবু, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ফরিদ আহমেদ লিটন, সিরাজদিখান থানা আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য আলমগীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, এড, আওলাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড, আল আমিন ছিদ্দিকী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোঃ শরিফুল হক, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটির প্রেসিডেন্ট ও সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরের সভাপতি নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনর সভাপতি আল আমিন ইকবালসহ প্রমুখ।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় ঢাকার আলী আজগর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আফাজ উদ্দীন ভুইঁয়া মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে তার রূহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো অব্যাহত রয়েছে।