শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মিড সিটি যুব সংঘের দোয়া ও নেওয়াজ বিতরণ
প্রেসবাংলা ২৪.কম: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ মিড সিটি যুব সংঘের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং নেওয়াজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১৭ আগষ্ট ) সকাল এগারোটায় মেট্রোহল মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার নেওয়াজ বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সামসুজ্জামান ভাষানীর সভাপতিত্বে ও টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, বিশেষ অতিথি ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সেলিম খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মিড সিটি যুব সংঘের উপদেষ্টা হাজী শাহ্ মো. সোহাগ রনি, বিশিষ্ট সমাজ সেবক তারেক হাসান পিন্টু, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা এবিএম সাইফুল হাসান রিয়েল ।
সার্বিক তত্ত্বাবধানে মো. কোরবান আলী, মো. সাগর, মো. রনক, এমদাদুল হক ইমন, মো. আল আমিন, মো. বাবলু, মো. পনেল।