আ’লীগ নেতা আফাজ উদ্দীনের মৃত্যুতে আল-আমিন সিদ্দিকীর শোক
প্রেসবাংলা ২৪.কম: বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন ভুইঁয়া’র মৃত্যুতে শোক জানিয়েছে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আল আমিন সিদ্দিকী।
তিনি এক শোক বার্তায় জানান, আফাজ উদ্দীন ভুইঁয়া একজন সৎ, সদা হাসোজ্জল অতি সাধারণ মানুষ ছিলেন দলমত নির্বিশেষে বলতে গেলে সবার সাথে তাহার সুসম্পর্ক ছিলো। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় ঢাকার আলী আজগর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আফাজ উদ্দীন ভুইঁয়া মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে তার রূহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো অব্যাহত রয়েছে।