জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবী ভিপি বাদলের
প্রেসবাংলা ২৪.কম: জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবী করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল। তিনি বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিলো। আমরা জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবী জানাচ্ছি।
সোমবার (১৬ আগস্ট) সকালে নগরীর চাষাড়া এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা কালিন মহামারীতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার কারনে দেশ হাজার বছর পিছিয়ে গিয়েছে। সেই পিছানো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্রকারীরা সকল সময় ষড়যন্ত্র করে। দেশ যেনো এগিয়ে যেতে না পারে সেজন্য বেশ কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার চেষ্ঠা চালিয়েছে।
সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, করোনা কালিন সময় মানুষ যেনো অসহায় অবস্থায় না থাকে সেজন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানের সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জয়, ফতুল্লা স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান আহম্মেদ প্রমুখ।