শোক দিবসে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
প্রেসবাংলা ২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিতী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ৷ রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুষ্পস্তবক অর্পন করেন সংগঠনের নেতারা৷
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন, হাজী মো. শফিকুল ইসলাম, সদস্য কায়কোবাদ রুবেল, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল মতিন পাগলা, কিতাব আলী৷ আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শ্যামল, আমিনুলসহ অন্যান্য নেতৃবৃন্দ৷
১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের লোকজনের আত্মার মাগফেরাত কামনা করেন তারা৷