মানুষের বিপদে সব সময় পাশে থাকে বিএনপি: স্বপন

প্রেসবাংলা ২৪.কম:  নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জের করোনা রোগীদের চিকিৎসা সেবায় করোনা হেল্প সেন্টারের কার্যক্রম অব্যাহত রয়েছে। শহরের মাসদাইর এলাকায় জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এর বাসভবনে করোনা হেল্প সেন্টারের উদ্বোধনের পর থেকে ব্যাপক সাড়া মিলেছে। প্রতিদিনই করোনা রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের রোগীদের প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হচ্ছে। হটলাইনে ২৪ ঘন্টা হেল্প সেন্টার থেকে মোবাইলে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে। এই করোনা হেল্প সেন্টারের সার্বক্ষণিক সহযোগিতায় রয়েছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১৫ আগস্ট) দুপুর থেকেই করোনা রোগীদের চিকিৎসা সেবায় নারায়ণগঞ্জ বিএনপির করোনা হেল্প সেন্টারের চলমান কার্যক্রমকে সফল করার লক্ষ্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও যুবদলের করোনা হেল্প সেন্টারের টিম লিডার শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন জেলা যুবদলের নেতৃবৃন্দরা।

এসময়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হেল্প সেন্টার উপ কমিটির আহবায়ক জাহিদ হাসান রোজেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

এ সময় না’গঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল বলেন, গত ৭ আগষ্ট থে‌কে শুরু হয়েছে আমাদের করো না হেল্প সেন্টার। এখানে প্রতিদিন সকাল ১০টা থে‌কে বিরতীহীনভা‌বে ‌বি‌কেল ৫টা পর্যন্ত মজলুম মিলনায়ত‌নে ক‌রোনা সামগ্রী বিতরণ ক‌রে‌ছি। যে‌হেতু সরকার দে‌শের মানু‌ষের অবাধ চলাচ‌লে লকডাউন ঘোষনা ক‌রে‌ছে এবং ই‌তিম‌ধ্যে তা শিথীল ক‌রে দেয়ার কার‌নে জনগ‌নের চলাচল বে‌ড়ে গে‌ছে, তাই জেলা বিএন‌পি সিদ্ধান্ত নি‌য়ে‌ছে চলমান কর্মসূচী প্রতি‌দিন বি‌কেল ৩টা থে‌কে ৭টা পর্যন্ত চলমান থাক‌বে। পাশাপা‌শি আমা‌দের অনলাইন কার্যক্রম টে‌লি মে‌ডি‌সিন সেবা ২৪ ঘন্টা চলমান থাক‌বে।

না’গঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সুখ দুখে সবসময় পাশে থাকে বিএনপি। তাই এই করোনা মহামারীর সময়েও বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে নেই। বিএনপির’ অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী করোনা হেল্প সেন্টার স্থাপনের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। নারায়ণগঞ্জে আমরা জেলা বিএনপি’র এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করছি। আমাদের এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। মানু‌ষের চা‌হিদা য‌দি বা‌রে তাহ‌লে আমা‌দের সেবাও বাড়‌বে। যত‌দিন ক‌রোনা থাক‌বে তত‌দিন কার্যক্রম প‌রিচালনা কর‌বো। জেলা বিএন‌পির পক্ষ থে‌কে প্রতি‌টি উপ‌জেলায় এ কার্যক্রম প‌রিচালনা করার পরিকল্পনা র‌য়ে‌ছে। এ পর্যন্ত ২৩ জন ক‌রোনা প‌জি‌টিভ রোগী‌কে অ‌ক্সি‌জেন সরবরাহ করা হ‌য়ে‌ছে। যার ম‌ধ্যে ১২জন রোগীকে এখ‌নো অ‌ক্সি‌জেন সেবা দেয়া হ‌চ্ছে। এছাড়াও প্রায় ১০০ জন‌কে ওষুধ, মাস্ক, স‌্যা‌নিটাইজার দেয়া হ‌য়ে‌ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক রাসেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান আপেল, যুগ্ম আহ্বায়ক হৃদয় হোসেন ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান দোলন, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের রহমান জিকো, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শান্ত, হাসিবুল কাদের প্রান্ত, সদস্য রতন মিয়া প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com