বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আইনজীবী সমিতির দোয়া
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ মোহসীন মিয়া বলেছেন, আমরা বেইমান জাতী। আর এই বেঈমান জাতির কৃতজ্ঞ নেতা হলেন বঙ্গবন্ধু। যার কারনে দেশের ভূখন্ড পেয়েছি তাকেই হত্যা করেছি। পুরো পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার বিনিময়ে মীরজাফররা তাকে হত্যা করেছে।
রোববার (১৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুজ্জামান বুলবুল, সাবেক পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সহ-সভাপতি বিদুৎ কুমার সাহা, কোষাদক্ষ মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ স্বপন ভূইয়া প্রমুখ।