বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা : সাজনু
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু বলেছেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে দেশ পরিচালনা করে যাচ্ছেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ধারাবাহিকতায় এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জ উন্নয়নের সকল কাজের অংশ নিয়ে যাচ্ছেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। সেখানে উপস্থিত হয়ে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের সেবায় ব্রত হয়ে এগিয়ে আসতে হবে। আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। তাহলেই এ দেশ, সমাজ ও জাতি পুরো বিশ্বের কাছে অতি দ্রুত মাইলফলক ভূমিকা রাখতে পারবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জয় প্রমুখ।