ফটো সাংবাদিক তানভীর রনি না ফেরার দেশে
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর রনি না ফেরার দেশে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজিউন)।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
রনির ছোট ভাই ইসমাইল জানান, গতকাল বুধবার রাত থেকেই তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। রাতে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি। পরে আজ বৃহস্পতিবার বাসায় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তার মৃত্যুতে প্রেসবাংলা পরিবারের পক্ষ থেকে গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।