বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে যুব সমাজ: ডিসি

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: “খাদ্য ব্যবস্থার রূপান্তর, মানুষের জন্য যুব উদ্ভাবন।” এই শ্লোগাগকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জ জেলার যুব সমাজ একদিন বিশ্বে মডেল যুব সমাজে পরিনত হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

বৃহস্পতিবার (১২ আগষ্ট) জেলা প্রশাসকের মিডিয়া সেলের মাধ্যমে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন, আমরা ২০০০ সাল থেকে বাংলাদেশে বিশে^র অন্যান্ন দেশের ন্যায় বিশ্ব যুব দিবস পালন করছি। এবং এবারের যুব দিবসের যে প্রতিপাদ্য করা হয়েছে তার মর্মকথা যুব সমাজের সাথে আমাদের ফুড ট্রান্স ফাউন্ডেশন এবং আমাদের ফুডের সঠিক ব্যবহারের যে বিষয়টি, আমাদের প্রত্যাশা বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠি এখন যুবক যারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে ভিশন টুয়েন্টি-ফরটি ওয়ানের বাস্তবায়নের কাজ করছে, আমাদের যুব সমাজ যারা আছেন আমাদের এসডিজি বাস্তবায়নে কাজ করছে, আমাদের যুব সমাজ আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে এবং এই সকল বিষয়গুলো সমন্ময় করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যুব সমাজ সঠিক পথে জঙ্গিবাদের বাহিরে, ধর্মীয় উম্মাদনার বাহিরে, মাদকের বাহিরে, ইভটিজিং এর বাহিরে একটি সুষ্ঠ সুন্দর জীবন গড়ে তুলবে। যে জীবনের সাথে বঙ্গবন্ধুর দেখানো পথগুলো থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথগুলোর সাংস্কৃতি থাকবে।

তিনি আরোও বলেন, আমরা আশা করি নারায়ণগঞ্জের যুব সমাজ একদিন সাড়া পৃথিবীময় মডেল যুব সমাজে পরিনত হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com