মোটর সাইকেলের সিটের নিচে ফেনসিডিল, শাওন গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাওন মিল্কী (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টায় চিটাগাংরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাওন মিল্কীকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটক শাওন বেশ কিছুদিন ধরেই মাদক কেনাবেচা ও সরবরাহ করছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com