২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি তুলাভর্তি কাভার্ডভ্যান  থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব।

মঙ্গলবার (১০ আগষ্ট) ভোরে  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মাগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কাভার্ডভ্যানটি তল্লাশী করে ২২ কেজি গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন বড় কমলাবাড়ী এলাকার মো. হোসেন আলী এর ছেলে মো. আনোয়ারুল ইসলাম (৩৪) একই জেলার একই থানাধীন পূর্ব দৈলজের এলাকার মো. আশরাফ আলীর ছেলে মো. দুলাল মিয়া (২৯) ও অপর আসামী নুরুল ইসলাম (৫৯) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী তুলাভর্তি কাভার্ডভ্যানযোগে অভিনব কৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় বিক্রয় ও সরাবরাহের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এমন তথ্যের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com