আফাজউদ্দিন ভূঁইয়া লাইফ সাপোর্টে, দোয়া চেয়েছেন আ’লীগ নেতা জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আফাজ উদ্দিন ভূঁইয়া গুরুত্বর অসুস্থ হয়ে আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। অসুস্থ এই বর্ষীয়ান আওয়ামীলীগ নেতার জন্য দোয়া কামনা করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন।
আফাজ উদ্দিন ভূঁইয়ার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার পুত্র মহিউদ্দিন ভুঁইয়া। তিনি জানান, শনিবার বিকালে ডায়াবেটিকস জনিত রোগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান। পরে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা কিছুটা সংকটাপন্ন দেখে চিকিৎসকের পরামর্শে রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা অপরিবর্তিত রয়েছেন। আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন যেনো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।
দলমত নির্বিশেষে আফাজ উদ্দিন ভূইয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন।