বিএনপির করোনা হেল্প সেন্টারের কার্যক্রম চলমান

প্রেসবাংলা ২৪.কম: করোনা রোগীদের চিকিৎসাসেবায় নারায়ণগঞ্জ বিএনপির করোনা হেল্প সেন্টারের কার্যক্রম চলমান রয়েছে। ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে করোনা হেল্প সেন্টারের উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৪টি অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন এলাকায় পৌছানো হয়েছে বলে জানা যায়।

উদ্বোধনের পরদিন ৮ আগস্ট সকাল থেকেই মানুষের সেবার লক্ষ্যে হেল্প সেন্টার উপস্থিত হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময়ে হেল্প সেন্টার উপ কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল বলেন, তারেক রহমানের নির্দেশে ২৪ ঘন্টা আমরা আমাদের হেল্প সেন্টার থেকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। চাহিদার তুলনায় রাস্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা অনেক কম। এটা সরকারের একটা ব্যর্থতা। বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা নিয়োজিত আছি। করোনার পাশাপাশি সাধারণ চিকিৎসা ও মোবাইলে টেলিমেডিসিন সেবাও দেয়া হচ্ছে। বর্তমান করোনায় অক্সিজেন চাহিদাটাই বেশি আমাদের কাছ থেকে এ পর্যন্ত ৪ সিলিন্ডার অক্সিজেন নেয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি ও করোনা হেল্প সেন্টারের টিম লিডার শহিদুল ইসলাম টিটু বলেন, স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকার দুর্নীতি হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকারি কর্মকর্তারা মেডিকেল সরঞ্জাম ক্রয়ের নামে অর্থ লুটপাট করছেন। অথচ স্বাস্থ্য বিভাগের কোনো উন্নতি হচ্ছে না। সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তারেক রহমানের নির্দেশে আমরা দলীয় নেতাকর্মীরা মানুষের পাশে আছি। দলের সিনিয়র নেতারা আমাদের যে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবেই মানুষের সেবা দিয়ে যাবো।

 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হেল্প সেন্টার উপÑকমিটির সদস্য রুহুল আমিন শিকদার, একরামুল কবির মামুন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও টিম লিডার সহিদুর রহমান স্বপন, যুবদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, যুগ্ম সম্পাদক রাসেল রানা, ইসমাইল খান, আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রনি, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, রূপগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব মাসুদুর রহমান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com