বঙ্গমাতা ফজিলাতুন্নেছা’র জন্মবার্ষিকীতে জেলা আ’লীগের দোয়া
প্রেসবাংলা ২৪.কম: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ আগস্ট) বাদ আসর ২নং রেলগেটস্থ দলীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই’র সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জের সাবেক নারী সাংসদ হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আব্দুল কাদির, খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, ফেরদৌসি আরা নীলা প্রমুখ।
এ সময়ে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনায় ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের স্মরনে দোয়া করা হয়।