দুলাল প্রধানের কর্মকান্ডে স্বেচ্ছাসেবকলীগের সুনাম ক্ষুন্ন হচ্ছে

প্রেসবাংলা ২৪.কম, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান দলের সাংগঠনিক কাজে ঠিকমতো দায়িত্ব পালন করেননা বলে অভিযোগ উঠেছে। মহনগরের নেতাকর্মীরা অভিযোগ করেন বিতর্কিত কর্মকান্ডে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানের কারনে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে । এর আগেও বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন কর্মকান্ডে বিতর্কিত হয়েছেন তিনি।

সম্প্রতি বির্তকিত দুলাল প্রধান দলীয় ইমেজ ক্ষুন্ন করার লক্ষ্যে বক্তব্য দিয়ে দলের মধ্যেই আলোড়ন সৃস্টি করেছেন। মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয় বলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগকে সভাপতি জুয়েল ভাইয়ের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি যা বর্তমানে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অংগসংগঠনের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু সাধারণ সম্পাদক দুলাল ভাইকে আমরা সাংগঠনিক কাজে তেমন পাইনা। তিনি আমাদের কখনো সাংগঠনিক কোন কাজে দিক নির্দেশনা দেননা। অথচ সংগঠনটি যার হাত ধরে আজ শক্তিশালী সেই জুয়েল ভাইকে নিয়ে অপপ্রচার এটা কোন ভাবেই মেনে নেয়া যায়না।  তাছাড়া এর আগেও তিনি মাদক নিয়ে গ্রেফতার হওয়ায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের সুনাম ক্ষুন্ন হয়েছিল তার কর্মকান্ডে এখনো সুনাম ক্ষুন্ন হচ্ছে।

মহানগর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ইমানুর রশিদ বলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দুলাল ভাইকে আমরা ৩০% সাংগঠনিক কাজে পাই ৭০% কার্যক্রমে তিনি থাকেননা।

এদিকে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দুলাল প্রধান বলেন,  বন্দরের আমার  ২৩নং ওয়ার্ডে  অনুষ্ঠান করলেও আমি তা জানিনা, সভাপতির আমাকে জানানো উচিত ছিল। আমাকে না জানিয়ে নিজে নানা বিতর্কিত লোকদের নিয়ে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে অনুষ্ঠান করছে।

তিনি আরো বলেন, সভাপতি আমার বন্ধু । মান অভিমান থাকতে পারে আশা করি খুব শিগ্রই আমরা দুইজন মিলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগকে আরো শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাব।

তবে গত ২ আগস্ট বন্দরে ২০ ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমএ রশিদ। যাকে উদ্দেশ্য করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেছিলেন, আমি বন্দরের নেতাকর্মীদের নিয়ে মানুষের পাশে থাকার চেষ্ঠা করছি। করোনা মহামারিতে আশপাশের সকল মানুষদের খোঁজ খবর রাখার চেষ্ঠা করি। কিন্তু বন্দরে আসার আগে আমি আমার সেক্রেটারী দুলাল প্রধানকে ফোন দিয়ে যোগাযোগ করলে তিনি শুধু বলেন তিনি অসুস্থ। রশিদ মামা, ‘আপনি দেখবেন তো দুলাল কেনো পিছিয়ে থাকে।

সভাপতি জুয়েল হোসেন বলেন, সমস্য থাকতে পারে তবে আমার নেতা মাননীয় এমপি জননেতা শামীম ওসমান আছেন তাঁর সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com