১৭নং ওয়ার্ডে টিকাদান কর্মসূচি
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে গনহারে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল থেকেই আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইন চলে।
এ বিষয়ে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, টিকাদান কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে আমার ওয়ার্ডে স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে। স্বাস্থবিধি মেনেই টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে। সরকারের নেয়া টিকা দান কর্মসূচির আওতায় টিকা নিতে পেরে সাধারণ মানুষ খুবই আনন্দিত ও খুশি।