সদর থানা আ’লীগের প্রস্তুতিমূলক সভা
প্রেসবাংলা ২৪.কম: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ আগস্ট) বিকালে সদর থানাধীন গোগনগর এলাকায় সদর থানা আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফজর আলী। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নাজির হোসেন ফকির প্রমুখ।
এ সময়ে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযত মর্যাদায় পালন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।