শেখ কামালের বহুমুখী মেধা ছিলো – ডিসি
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, শেখ কামাল তার জ্ঞান-বুদ্ধি সবকিছুতে একটা পরিণতিবোধ ছিল। তার মেধা ছিল বহুমুখী। একদিকে যেমন ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক জগতেও তার বহুমুখী প্রতিভা রয়েছে। খেলাধুলার মাঠে তার সবচেয়ে বড় অবদান। ধানমন্ডি এলাকায় কোনো রকম খেলাধুলার ব্যবস্থা ছিল না। সেই উদ্যোগ নেয় এবং ওখানকার সবাইকে নিয়ে আবাহনী গড়ে তোলে। মুক্তিযুদ্ধের পরেও কিন্তু এই আবাহনীকে আরও শক্তিশালী করে। একটা মানুষের মাঝে এই যে বহুমুখী প্রতিভা এটা সত্যিই বিরল ছিল।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব বলেন। এর আগে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুর প্রমুখ।