প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ইউপি সদস্য সহ গ্রেফতার ২

 আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত স্থানীয় ইউপি সদস্য সহ ২জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে।

ঘটনাটি ঘটেছে, গত সোমবার(২আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায়।

ধর্ষিতার নানার লিখিত অভিযোগ থেকে জানাগেছে, ধর্ষিতা একজন বাকপ্রতিবন্ধী শিশু। সে টেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন শিশুটি তার এক বান্ধবীর বাসায় যাচ্ছিল। পথিমধ্যে একই এলাকার জুমানের ছেলে তাজিমুল(৪৫) তার গতিরোধ করে। পরে শিশুটির মুখ চেয়ে দেলোয়ারা বেগমের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ভয়ভীতি দেখাইয়া ধর্ষণ করে শিশুটিকে। ঐ সময় শিশুটির চিৎকারে বাড়ির মালিক দেলোয়ার বেগম সেখানে উপস্থিত হয়ে বন্ধ ঘর দেখে ঘর খোলার জন্য ডাকাডাকি করে। ঐ সময় দরজা খুলে ধর্ষক তাজিমুল দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার পর ধর্ষিতার পরিবার থানায় মামলা করতে চাইলে স্থানীয় মাতব্বর আবুল হোসেন ও সাতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রইজউদ্দিন ধর্ষিতার পরিবারকে ধর্ষণের বিচারের কথা বলে থানায় মামলা করা থেকে বিরত রেখে সময় নষ্ট করে।

বৃহস্পতিবার(৫ আগস্ট) দুপুরে ধর্ষিতার নানা বাদী হয়ে ধর্ষক তাজিমুল ও বিচারের কথা বলে মামলা থেকে বিরত রেখে সময় নষ্টকারী সাতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রইজউদ্দিন ও মাতব্বর আবুল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ মেম্বার রইজউদ্দিন ও মাতব্বর আবুল হোসেনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে। তবে ধর্ষক তাজিমুলকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি।

আড়াইহাজার থানার ওসি(ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com