করোনায় গত ২৪ঘন্টায় রেকর্ড ২৬৪ জনের মৃত্যু
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: করোনাভাইরাস সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে দেশে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত ২৭ জুলাই, ২৫৮ জনের। মহামারি শুরু হওয়ার পর এক দিনে করোনায় এটাই সবচেয়ে বেশি মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত এবং রোগী শনাক্তের হার আগের দিনের চেয়ে কমেছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জন। আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।