সমবেদনা জানাতে মেয়রের বাড়িতে মুক্তিযোদ্ধারা
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে চুনকা কুটিরে গিয়েছেন নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। বুধবার (৪ আগস্ট) বিকেলে নগরীর দেওভোগে মেয়রের বাসভবন চুনকা কুটিরে যান তিনি।
মাতা মমতাজ বেগমের মৃত্যুতে শোকাহত মেয়র আইভী ও তাঁর পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানাতে মুক্তিযোদ্ধারা তাঁর বাড়িতে যান। এ সময়ে মুক্তিযোদ্ধারা মেয়র আইভীর স্বজনবিয়োগে শোক প্রকাশ করেন।
এ সময়ে মেয়রের বাড়িতে উপস্থিত হন জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মেহাম্মদ আলী, সদর উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা সহ মুক্তিযোদ্ধারা।