মুক্তিযোদ্ধে ধ্বংসাবশেষ জাহাজ পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রেসবাংলা ২৪.কম:  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, মহান মুক্তিযোদ্ধে  পাক হানাদার বাহিনী ২৬টি জাহাজ ডুবিয়েছিল।এমডি ইকরাম নামে একটি জাহাজের ধ্বংসাবশেষ আমরা উদ্ধার করেছি। সেই উদ্ধারকৃত জাহাজটি আমরা সংগ্রহ করেছি। সেই স্মৃতিকে সংরক্ষণের জন্য আমরা একটি যাদুগর নির্মান করতে চাই। যেনো পরবর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধের ইতিহাস  বিষয়ে জানতে পারে।
বুধবার (৪ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ ড্রেজার বেইজসহ ৪টি স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আরও বলেন,  এটি এমন একটি জায়গায় নির্মান করতে চাই। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এবং দেশী বিদেশী পর্যটকরা এসে সেই গৌরব গাথা  মুক্তিযুদ্ধের সে সমর্পকে জানতে পারবে। পাকিস্তানদের যে কলঙ্কিত অধ্যায় ছিল তা যেন মানুষ জানতে পারে। এজন্যই আমরা জাহাজটির সংরক্ষণ করে রাখতে চাই অত্যাধুনিক ভাবে।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com