প্রয়াত মমতাজ বেগমের স্মরনে প্রার্থনা সভা
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা প্রয়াত মমতাজ বেগমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে গীতা পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে নগরীর নাগবাগী এলাকায় সাধু নাগ মহাশয়ের আশ্রমে এই সভা অসুষ্ঠিত হয়।
রুহী দাস মন্ডলের আয়োজিত এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দজী মহারাজ, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র বিভা হাসান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল প্রমুখ।
এ সময়ে প্রয়াত মমতাজ বেগমের জন্য প্রার্থনা সভা করা হয়। পরিশেষে প্রসাদ বিতরণ করা হয়।